আনন্দধারা

আনন্দলোকের আনন্দধারা
বয়ে যাক তোমার জীবনে
আকাশের চাঁদতারা নেমে আসুক
তোমার ঘরে জোছনার ভুবনে।
সুরে সুরে ভরে উঠুক
জীবন হোক আনন্দময় তোমার
শয়নে স্বপনে

স্মৃতির শহরকে পাথর করেছি

স্মৃতির শহরকে পাথর করেছি
খোদাই করেছি দেয়ালে দেয়ালে
তোমার নাম
তুমি যতই মোছো আমার এ নাম
মনের খাতা থেকে
ছিড়ে ফেল খাতার পাতা
তবুও থেকে যাবো
রেখে যাবো স্মৃতির খাম
খোদাই করেছি
তোমার নাম।
ভালবাসা কাকে বলে
জানিনি আমি কোনদিন
শুধু জানি তুমিই একমাত্র নাম
যাকে করেছি তসবিহর দানা
তুমিই আমার শ্যাম।
খোদাই করেছি
তোমার নাম।

গুলশান। আগষ্ট ২৫. সকাল বেলা।

ভালোবাসি ফুল পাখি

ভালবাসি ফুল পাখি
কাজলা দিঘীর আয়না জল
আর ও বেশী ভালবাসি
ঝর্ণাধারা নদীর কলকল।
বলো বন্ধু বলো একবার
কেমন করে বাসবো ভাল
তোমার রূপের গৌরব
অংগ ঢলঢল
ঝর্ণাধারা নদীর কলকল
তুমিইতো প্রকৃতি
তুমিই রূপ
তুমিই নারী
তোমার চোখই সাগর
জল ছলছল
ও চোখেই হোক
আমার মরণ
আলো টলমল।

গুলশান। আগষ্ট ২৭,সকাল বেলা

আমি বাসবো ভালো

আমি বাসবো ভালো
তুমি না বাসলেও
ভালো বাসার পথে
চলবো আমি একলা পথে
বন্ধু তুমি না চললেও।
আমি বাসবো ভালো
তুমি না বাসলেও।
আমিতো প্রেমের মুসাফির
তোমার শহরে
পাথরে মাথা ঠুকে যাই
অবহেলায় মরে গেলেও
আমি বেসে যাবো ভালো
এপথে মরণ এলেও।

গুলশান।আগষ্ট ২৬, বিকেল বেলা

মায়াবী জোছনা রাতে

আজ এ মায়াবী জোছনা রাতে
আমার বন্ধু আসবে
খবর পাঠিয়েছে
ফুলের সুবাসে
ভ্রমরের গুনগুনানিতে।
শিশির ভেজা
কচি ঘাসের ডগায়
পা ভিজিয়ে আসবে সে
চুপিসারে গান শুনিতে।
বলেছিলে বন্ধু
আসবে তুমি
কুয়াশার চাদরে ঢেকে
প্রেমময় মুখখানি তে
ফুলের সুবাসে
ভ্রমরের গুনগুনানিতে।

গুলশান। আগষ্ট ২৬, রাতে

ভাল বেসে বেসে

ভালো বেসে বেসে
অবশেষে পৌঁছে যাবো
ওই নীল দূর আকশে
দিনের শেষে।
তুমিও যাবে আমার সাথে
স্বপ্নের দেশে
ভালো বেসে বেসে
চলে যাবো আমরা দুজন
আকাশের ওই ছোট্ট গাঁয়
মেঘের ভেলায় ভেসে ভেসে
ভালো বেসে বেসে।
জোছনা রাতে দেখবো মোরা
দিঘীর জলে
চাঁদের নাচন হেসে হেসে
ভালো বেসে বেসে।

গুলশান। আগষ্ট ২৬, রাতে।

আমিতো জানিনা বন্ধু

আমিতো জানিনা বন্ধু
ভালোবাসা কাকে বলে
মন যা চেয়েছে তাই করেছি
নিজের মতো করে
ভালো বেসেছি।
এখন আমি বুঝতে পেরেছি
আমার চেয়ে অনেক বেশী
তোমাকে আমি বেসেছি
একবার শুধু ভাবো বন্ধু
আমি যদি তোমাকে
ভুলে যাই
কেমন হবে ভালবাসা
তোমার আমার
আমি সত্যিই
তোমায় ভালবেসেছি।

গুলশান। আগষ্ট ২৬

ভালো বেসে বেসে

ভালো বেসে বেসে
অবশেষে পৌঁছে যাবো
ওই নীল দূর আকশে
দিনের শেষে।
তুমিও যাবে আমার সাথে
স্বপ্নের দেশে
ভালো বেসে বেসে
চলে যাবো আমরা দুজন
আকাশের ওই ছোট্ট গাঁয়
মেঘের ভেলায় ভেসে ভেসে
ভালো বেসে বেসে।
জোছনা রাতে দেখবো মোরা
দিঘীর জলে
চাঁদের নাচন হেসে হেসে
ভালো বেসে বেসে।

গুলশান। আগষ্ট ২৬,