আমি একটি পুরাণো ঠোংগা

ছেঁড়া ফাটা ঠোংগার মতো আমি এখন পড়ে থাকি ওয়েস্ট পেপার বাক্সে

বাক্সটা ভরে গেলে চলে যাবে আমি চলে যাবো কর্পোরেশনের ময়লার ড্রামে

এরপর কি হয় বা কি হবে তা আপনারা সবাই খুব ভাল জানেন আমার চেয়ে

আমার কি হয়েছে? কেনইবা হয়েছে এমন আমি নিজেও জানিনা ভাল।

এটুকুই সন্দেশ আছে হাল সময়ে এখনকার মতো আপনাদের সবার জন্যে

যদি সময় হয় তাহলে নিশ্চয়ই বিলাবো আরও অনেক সন্দেশ

সময় হবে কিনা জানিনা, যা দিনকাল পড়েছে এখন চারিদিকে

সত্য সন্দেশের এখন কোন দাম নেই, মিথ্যার দাম তোলায় তোলায়।

আপনার জানা শোনা নামী দামী সবাই খুলে বসেছে জমকালো মিথ্যার দোকান

আর আমি সেই দোকানেরই পুরাণো ঠোংগা, বসে আছি কর্পোরেশনের গাড়ির লাগি।

Leave a comment

No comments yet.

Comments RSS TrackBack Identifier URI

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.