রাস্ট্র / এরশাদ মজুমদার
হে রাস্ট্র, তোমাকেতো আমিই
সৃষ্টি করেছি
আমিইতো তোমার জন্যে
সব হারিয়েছি
আমি আজ বাস্তুহারা পিতৃমাতৃহীন
তোমাকে ঘর দেবো বলে
আমি ঘরহারা হয়েছি
আমিই তোমাকে হানাদার মুক্ত করেছি
এই দেখো আমার বাপদাদার কবর
সবাই জীবন দিয়েছে
কোম্পানীকে খেদাবে বলে
আজ তুমি আমারই মাথার
খুলি উড়িয়ে দিচ্ছো
আজ তুমি আমার প্রিয়তমার
ঘরে আগুন দিয়েছো
আমার সন্তানের গলায়
ফাঁসীর রজ্জু পরাচ্ছো
হে রাস্ট্র,আমি কি এজন্যেই
তোমাকে ঘরে এনেছি
সাত সাগরের পানি সেঁচে?
হে আমার পিতা
হে আমার স্রষ্টা
তুমিতো জীবনের দামে
আমাকে পেয়েছো
জাতীয় সংগীত পেয়েছো
জাতীয় পতাকা পেয়েছো
বিশ্ব দরবারে আসন পেতেছো
বিশ্ববাসী তোমায় স্বাধীন বলে
আর কি চাও তুমি?
আমি ছিলাম রাজা বাদশাহর
আমি ছিলাম স্বৈরশাসকের
আমি ছিলাম শক্তিমানের
আমি চিরকালই বীরভোগ্যা
এখন আমি গণতান্ত্রিক দানবের
তুমিতো একজন বা হাজার জন
অতি সাধারন মানুষ
হাজার বা লাখে আমার কিছু
আসে যায়না
আমি রাস্ট্র,আমার মর্যাদা শক্তিতে
তাইতো আমার অস্ত্রধারী
বাহিনী লাগে
হে পিতা, হে রাস্ট্র প্রতিষ্ঠাতারা
তোমরা আজ নি:স্ব
তোমরা সর্বহারা
তোমরা দূর্বল
শক্তিমানেরাই আমার স্বামী
আমি তাদেরই ভোগ্যা
তুমি এখন দূরে থাকো
শক্তিমান আর রাস্ট্র এখন
গোপন সংগমে রত আছে
এখানে এখন জনতা বা
পিতামাতার কোন স্থান নাই।
এখানে আপনার মন্তব্য রেখে যান
কোন মন্তব্য নেই এখনও
মন্তব্য করুন