এক যে আছে সোনার দেশ
কোন সে দেশ কোন সে দেশ
সোনার চেয়ে সোনা সে দেশ।
এক যে আছে মহারাণী
সবাই চিনি সবাই চিনি
বকর বকরানি রাণীর ভাষা জানি
বকতে না পারলে রানী
মুখে পুরে বাখর খানি
আহা মোদের বকরানি।
Advertisements
এখানে আপনার মন্তব্য রেখে যান
কোন মন্তব্য নেই এখনও
মন্তব্য করুন