বৃষ্টির ভাষা বুঝতে শেখা
বৃষ্টির রিনিঝিনি নুপুরের শব্দ শোনা
বৃষ্টি জড়ানো ছাদের নিচে ধ্রুপদী মুদ্রায় যাদুকরি
নাচের ঢেউ,ঈশ্বরের নিজহাতে তৈরি পদকলা
বৃষ্টি এলেই পায়ের চিহ্ন,আংগুলের ব্রাশ
কিছু কারুকাজ,এমন নাচের মুখ
নিশ্চয়ই ঈশ্বরের তুলিতে আঁকা
এমন চাঁদপনা মুখ কেউ দেখেনি কখনো।
Advertisements
এখানে আপনার মন্তব্য রেখে যান
কোন মন্তব্য নেই এখনও
মন্তব্য করুন