কতটুকু হাসি আর কান্না
হৃদয়ের স্পন্দন ও কম্পন
তুমি চাও ?
কতটুকু ধুপধুনো লোবান
কতটা প্রার্থনা
কতটা মোমগলা
তুমি চাও ?
সাদা কাগজে কালি তুমি
তোমাকে আমি
সন্যাসী বাণীবাহক ও ঈশ্বরে
পরিণত করবো
তুমিই হবে আমার
ধর্মসংগীত ।
___ নাদা আল হাফিজ
Advertisements
এখানে আপনার মন্তব্য রেখে যান
কোন মন্তব্য নেই এখনও
মন্তব্য করুন