আমি তোমাকে ভালবাসি
খুব————-বেশী
ভাল————বাসি।
আমার অক্ষমতাকে
তুমি সক্ষম করেছো
আমার পরাজয়কে তুমি
বিজয় দান করেছো
তুমি ছাড়া আমি ছিলাম
একটি হতাশা,দীর্ঘশ্বাস
আমি বিজয়কে ভালবাসি
যুদ্ধ করতে শিখিনি
তুমিই আমাকে
যুদ্ধ করতে শিখিয়েছো
তাই তোমাকে
ভাল————বাসি
খুব ————বেশী।
তুমিই আমার আনন্দ
তুমি আছো বলেই কবিতা লিখি
জোছনার সাথে সংগম করি
নদীকে নাচতে বলি
গাইতে বলি
আমি তেমাকে
ভাল————-বাসি
খুব—————–বেশী।
Advertisements
এখানে আপনার মন্তব্য রেখে যান
কোন মন্তব্য নেই এখনও
মন্তব্য করুন